ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ক্রিস্টিয়ানো রোনালদোর সতীর্থ ছিলেন কিংবদন্তী ওয়েইন রুনি। এক সময়ের সতীর্থের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে সাবেক ইংলিশ অধিনায়ক রুনির। সম্প্রতি রোনলাদোকে নিয়ে কিছু বাজে মন্তব্য করেন রুনি, যা ভালো লাগেনি পর্তুগিজ তারকার।
রুনির ইটের জবারে পাটকেলও ছুড়েছেন পুর্তগিজ খেলোয়াড়।
ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়াল মাদ্রিদ-য়্যুভেন্তাসেও দারুণ সফল ক্যারিয়ার গড়েন রোনালদো। নিজেকে নিয়ে গেছেন সর্বকালের সেরাদের কাতারে। ওল্ড ট্রাফোর্ডে দ্বিতীয় দফায় ফিরেও গত মৌসুমে ছিলেন দলের সেরা খেলোয়াড়।
এরিক টেন হ্যাগ দলের দায়িত্ব নেয়ার পর থেকেই একরকম ব্রাত্য রোনালদো। চলতি মৌসুমে খেলার সুযোগ বলতে মাঝে মাঝে প্রথম একাদশে সুযোগ ও অধিকাংশ ম্যাচেই বদলি হিসেবে নামা। এর মধ্যে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচে তো বদলি হিসেবে রাখলেও মাঠেই নামানো হয়নি তাকে।
ক্লাবের এমন আচরণে ক্ষুব্ধ রোনালদো বেশ কয়েকবার ভেঙেছেন শৃঙ্খলা। আচরণের জন্য পেয়েছেন শাস্তিও। তার সমালোচনায় মুখর হয়েছেন দলের সাবেকরাও। ২০০৯ সাল পর্যন্ত রোনালদোর সতীর্থ হিসেবে খেলা রুনিও আছেন এই তালিকায়।
সম্প্রতি টকস্পোর্টে দেওয়া সাক্ষাৎকারে রুনি বলেন, রোনালদোর আচরণ 'অগ্রহণযোগ্য' এবং তাকে ছাড়াই ভালো খেলে ইউনাইটেড।
পিয়ার্স মরগানকে দেওয়া আলোচিত সাক্ষাৎকারে রুনিকে তাই 'বাজে' মন্তব্যের জন্য একহাত নিয়েছেন সিআর সেভেন।
তিনি বলেন, আমি জানি না কেন সে আমাকে এত খারাপভাবে সমালোচনা করে। সম্ভবত এজন্য যে, তার ক্যারিয়ার শেষ হয়ে গেছে এবং আমি এখনও শীর্ষ স্তরে খেলছি।
news24bd.tv/হারুন