কারা পেলেন ‘মাদার হেরোইন’ পুরস্কার?
কারা পেলেন ‘মাদার হেরোইন’ পুরস্কার?

সংগৃহীত ছবি

কারা পেলেন ‘মাদার হেরোইন’ পুরস্কার?

অনলাইন ডেস্ক

দশ সন্তান জন্ম দিলেই পাওয়া যাবে ১০ লাখ রুবলে। সঙ্গে একটি স্বর্ণপদকও। ব্যতীক্রমধর্মী এ পুরস্কারের আয়োজন করা হয় রাশিয়ায়। মূলত রাশিয়ার যে সব মায়েরা দশ সন্তানের অধিক সন্তান জন্ম দিয়েছেন, সেসব মায়েদের সম্মাননা জানাতে দেওয়া হয় ‘মাদার হেরোইন’ পুরস্কার।

সম্মানিত মায়ের হাতে এ পুরস্কার তুলে দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পরিবারকে প্রতিষ্ঠান হিসেবে শক্তিশালী করা ও সন্তানদের মানুষ হিসেবে গড়ে তোলার অসামান্য কৃতীত্বের জন্যে এ পুরস্কার দেওয়া হয়।

রুশ প্রেসিডেন্টের কার্যালয় এক ডিক্রিতে পুরস্কারের বিষয়টি ঘোষণা করা হয়েছে। পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত চেচেন নেতা রমজান কাদিরভের স্ত্রী মেদনি কাদিরোভাও এ পুরস্কার পেয়েছেন।

পুরস্কার হিসেবে প্রত্যেক ‘মাদার হেরোইন’ বিজয়ী পাবেন ১০ লাখ রুবল ও একটি স্বর্ণপদক। চলতি বছরের আগস্ট মাসে এ পুরস্কার চালু করে রাশিয়া। ১০ বা তার অধিক সন্তান জন্ম দেওয়া প্রত্যেক রুশ নারীকে এ খেতাব দেওয়ার ঘোষণা দেন পুতিন।

নিম্ন জন্মহারের কারণে বছরের পর বছর ধরে কমছে রাশিয়ার জনসংখ্যা। দম্পতিদের সন্তান জন্মদানে উৎসাহ দিতেই এই পুরস্কার দেওয়া হয়।

‘মাদার হিরোইন’ পুরস্কার পেতে হলে দশটি সন্তানের জন্ম দিতে হবে একজন রুশ নারীকে। দশম সন্তানের এক বছর বয়স হওয়ার পরই পুরস্কারের টাকা একসঙ্গে ওই মাকে দিয়ে দেওয়া হবে। তবে এ পুরস্কার পেতে দেওয়া হয়েছে শর্ত। তা হল প্রত্যেক সন্তানকে সুস্থ এবং জীবিত থাকতে হবে। অবশ্য কোনো সন্তান যদি সন্ত্রাসী হামলা বা সশস্ত্র সংঘাত ও যুদ্ধে মারা যায়, সেক্ষেত্রে ছাড় দেওয়া হবে।  

news24bd.tv/হারুন