নদী থেকে ভেসে উঠল ট্রলারসহ ২১ গরু!

নদী থেকে ভেসে ওঠা ২১টি গরু।

নদী থেকে ভেসে উঠল ট্রলারসহ ২১ গরু!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

নারায়ণগঞ্জের ফতুল্লার বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় ২১টি গরু মৃত অবস্থায় ভেসে উঠেছে। এখনও নিখোঁজ রয়েছে আরও পাঁচটি গরু। রোববার ফতুল্লা লঞ্চ ঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে এসব গরু ভেসে উঠে। সেই সঙ্গে দুর্ঘটনাকবলিত ট্রলারটি উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, টাঙ্গাইল থেকে ৩১টি গরু নিয়ে সিরাজ বেপারী ফতুল্লার ডিআইটি মাঠে অস্থায়ী পশুর হাটের জন্য আসছিল। শনিবার সন্ধ্যা সাতটায় ট্রলারটি ফতুল্লা লঞ্চঘাটের সামনে আসলে এমভি ধুলিয়া-১ নামে লঞ্চের ধাক্কায় গরু বোঝাই ট্রলারটি ডুবে যায়। এসময় পাঁচটি গরু স্থানীয় লোকজন উদ্ধার পারলেও বাকি ২৬টি নিখোঁজ ছিল। এর মধ্যে ২১টি রোববার সকাল থেকে ভেসে উঠতে থাকে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঞ্জুর কাদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ডুবে যাওয়া ট্রলারটি রোববার দুপুরে গরুসহ ভেসে উঠে। পরে পুলিশ তা উদ্ধার করে তীরে নিয়ে আসে। ভেসে উঠা ট্রলারে ২১টি মৃত গরু বাঁধা অবস্থায় পাওয়া যায়।

ক্ষতিগ্রস্ত গরু ব্যবসায়ীদের দাবি, তাদের এই গরুর মূল্য প্রায় ৩০ লাখ টাকা। ক্ষতিগ্রস্ত গরু ব্যবসায়ীরা এ দুর্ঘটনার জন্য দায়ী লঞ্চ এম ভি ধুলিয়া-১ এর মালিকের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন।

ট্রলার ডুবির ঘটনায় কেরানীগঞ্জ থানায় দায়ের করা হয়েছে বলে জানান ওসি মঞ্জুর কাদের।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)
 

সম্পর্কিত খবর