ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে একাধিক শর্ত দিয়েছিল ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এবার যুদ্ধ বন্ধের রূপরেখা দিয়েছেন তিনি। খবর দ্য গার্ডিয়ানের।
প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানায়, ইন্দোনেশিয়ার বালিতে ২০টি বৃহৎ অর্থনীতির দেশের জোট জি-২০ এর সম্মেলন শুরু হয়েছে আজ।
সম্মেলনে যোগ দিয়ে নিজের বক্তৃতায় জেলেনস্কি বলেন, ‘আমি নিশ্চিত, রাশিয়ার ধ্বংসাত্মক যুদ্ধ বন্ধ করার মোক্ষম সময় এখনই।
এ সময় রাশিয়ান আগ্রাসনের পুনরাবৃত্তি রোধে একটি আন্তর্জাতিক সম্মেলনের আহ্বান জানান জেলেনস্কি।
তিনি বলেন, ‘যুদ্ধবিরোধী পদক্ষেপগুলো বাস্তবায়িত হচ্ছে। যুদ্ধের সমাপ্তি নিশ্চিতে একটি নথিতে দলগুলোর স্বাক্ষর করা উচিত। ’
এ সময় রাশিয়া বাদে জি-২০ সম্মেলনে অংশ নেওয়া বাকিদের ধন্যবাদ জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। জেলেনস্কি বলেন, ‘পারমাণবিক ব্ল্যাকমেইলের জন্য কোনো অজুহাত নেই এটি স্পষ্ট করার জন্য আপনাদের ধন্যবাদ। ’
জি-২০ এর এবারের সম্মেলনে যোগ দেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরব সম্মেলনটিতে রাশিয়ার প্রতিনিধিত্ব করছে।
news24bd.tv/মামুন