ঢামেকে চিকিৎসাধীন আহত র‍্যাব সদস্যের অস্ত্রোপচার সম্পন্ন

ফাইল ছবি

ঢামেকে চিকিৎসাধীন আহত র‍্যাব সদস্যের অস্ত্রোপচার সম্পন্ন

মাসুদা লাবনী

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আহত র‍্যাব সদস্যের অস্ত্রোপচার সম্পন্ন  হয়েছে। আজ মঙ্গলবার ঢামেক হাসপাতালের নিউরো সার্জারী বিভাগের চিকিৎসক সহযোগী অধ্যাপক ফজলে এলাহী।

তিনি বলেন, 'আহত সোহেল বড়ুয়ার মাথায় আঘাতে এক স্থানে রক্ত জমাট ছিল। আমরা তার সিটি স্ক্রিন করিয়ে সেখান থেকে অস্ত্রোপচারের মাধ্যমে তা (রক্ত) অপসারণ করানো হয়েছে।

তিনি বর্তমানে আমাদের এখানে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা এখন আগের থেকে অনেকটাই ভালো রয়েছে'।   

উল্লেখ্য, বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধু‌মের তুমব্রু সীমা‌ন্তের কোনাপাড়ায় র‍্যাব ও ডিজিএফআই এর যৌথ অভিযানের সময় মাদক চোরাচালানকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ডিজিএফআই এর এক কর্মকর্তা নিহত হয়েছেন।

আহত হয়েছেন র‍্যাবের সদস্য সোহেল বড়ুয়া। তাকে মঙ্গলবার ভোরে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি কড়া হয়।