গরিবদের কাছ থেকে সবচেয়ে বেশি সুদ নেয় এনজিওগুলো: গভর্নর

গরিবদের কাছ থেকে সবচেয়ে বেশি সুদ নেয় এনজিওগুলো: গভর্নর

নিজস্ব প্রতিবেদক

সবচেয়ে গরিব মানুষই সবচেয়ে বেশি সুদ দেয় বলে মনে করেন বাংলাদেশ ব্যাংক গভর্নর আব্দুর রউফ তালুকদার। তিনি বলেন, এনজিও খাতে ঋণের সুদহার সবচেয়ে বেশি, কিন্তু এর গ্রাহক সবাই গরিব।

মঙ্গলবার (১৫ নভেম্বর) ক্ষুদ্রঋণ কার্যক্রমের বার্ষিক রিপোর্ট নিয়ে কর্মশালায় এনজিও খাতের সুদহার নিয়ে প্রশ্ন তোলেন গভর্নর। এসময় তিনি বলেন, এতো বেশি সুদ কী নৈতিকভাবে গ্রহণযোগ্য? তিনি বলেন, নগদ টাকার লেনদেন কমানো গেলে নিশ্চিত হবে স্বচ্ছতা।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আরও জানান, প্রায় সাড়ে সাতশ ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের প্রায় ৪ কোটি মানুষ পাচ্ছে আর্থিক সেবা। তবে ঋণ সুদহার ব্যাংক থেকে অনেক বেশি।

এসময় বক্তারা এনজিও খাত তদারকি করতে নিয়ন্ত্রক সংস্থার সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেন। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ'র আয়োজনে অনুষ্ঠানে অটোমেশন লাইব্রেরি, ই-আর্কাইভ, ইনফো এপ্লিকেশন এবং ই-ক্লিপিং সেবার উদ্বোধন করা হয়।

news24bd.tv/FA