ঢাকাস্থ দক্ষিণ কোরিয়া দূতাবাসের উদ্যোগে আগামীকাল (১৬ নভেম্বর) আয়োজিত হতে যাচ্ছে ইউএভি ও এ সম্পর্কিত সফটওয়্যার সমাধানগুলোর ওপর 'বাংলাদেশ-কোরিয়া ড্রোন রোড শো' শীর্ষক সম্মেলন।
মঙ্গলবার (১৫ নভেম্বর) ঢাকায় অবস্থিত দেশটির দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়। এতে বলা হয়, আগামীকাল (বুধবার) রাজধানীর হোটেল শেরাটনে অর্ধ দিবসের এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এই আয়োজন কোরিয়া ও বাংলাদেশের মধ্যে উদ্ভাবনী প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ তৈরি করবে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বিশেষ অতিথি থাকবেন দক্ষিণ কোরিয় রাষ্ট্রদূত লি জাং-কুন।
news24bd.tv/FA