‘টেক ব্যাক বাংলাদেশ’ স্লোগান দিয়ে ষড়যন্ত্র করছে বিএনপি: হাছান মাহমুদ
‘টেক ব্যাক বাংলাদেশ’ স্লোগান দিয়ে ষড়যন্ত্র করছে বিএনপি: হাছান মাহমুদ

সংগৃহীত ছবি

‘টেক ব্যাক বাংলাদেশ’ স্লোগান দিয়ে ষড়যন্ত্র করছে বিএনপি: হাছান মাহমুদ

নাটোর প্রতিনিধি

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়। এই লক্ষে ‘টেক ব্যাক বাংলাদেশ’ স্লোগান দিয়ে ষড়যন্ত্র শুরু করেছে বিএনপি।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে গুরুদাসপুর সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয় মাঠে গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘুমন্ত জাতিকে জাগিয়ে স্বাধীনতা উপহার দেন।

যুদ্ধ বিধ্বস্ত দেশের পুনর্গঠন এবং উন্নয়নে আত্মনিয়োগ করেন। বঙ্গবন্ধুর শাসনামলে দেশে ১০ হাজার টন খাদ্য উদ্বৃত্ত ছিল, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয় ৯ দশমিক ৫৪ শতাংশ ছিল। এই প্রবৃদ্ধি এ পর্যন্ত সর্বাধিক। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে, তবুও বঙ্গবন্ধুর রেকর্ড করা প্রবৃদ্ধি ছোঁয়া যায়নি।
 

ড. হাছান মাহমুদ বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগ ঘোষিত ‘ডিজিটাল বাংলাদেশ’ এখন বাস্তবে রূপ নিয়েছে। মানুষের জীবন সহজ হয়েছে। এখন অনায়াসে ঘরে বসেই সব নাগরিক সুবিধা পাওয়া যায়। ২০১৮ সালে আওয়ামী লীগ ঘোষিত ‘আমার গ্রাম আমার শহর’ নীতি বাস্তবায়নের মাধ্যমে গ্রামগুলো জেগে উঠেছে। আগে মানুষ ছিলো শহরমুখী, এখন তাঁরা গ্রামে যেতে চান। গ্রামগুলো বিদ্যুতের আলোয় আলোকিত, অর্থনীতির চাকা সচল। বদলে যাওয়া বাংলাদেশে মানুষ এখন নিরাপদ।
মন্ত্রী বলেন, ‘টেক ব্যাক বাংলাদেশ’  স্লোগান দিয়ে বিএনপি দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়। তারেক রহমানের নেতৃত্বে তারা পাঁচ হাজার স্থানে বোমা হামলা চালাতে চায়, বাংলা ভাই-ইংরেজী ভাই সৃষ্টি করতে চায়।  

সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস। সম্মেলনে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নাটোর-১ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বকুল, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা প্রমুখ।  

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম রমজান।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের নতুন কার্যনিবাহী পরিষদ গঠন করা হয়। নতুন কমিটিতে আনিসুর রহমানকে সভাপতি এবং আব্দুল মতিনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

news24bd.tv/হারুন