ব্রাহ্মণবাড়িয়ায় আবারও টেটা যুদ্ধ, আহত ২৫ 

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় আবারও টেটা যুদ্ধ, আহত ২৫ 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে টেটা যুদ্ধ হয়েছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন। সোমবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার দরিয়াদৌলত ইউনিয়নের বাখরনগর গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও রব্বান মিয়া গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।

মঙ্গলবার (১৫ নভেম্বর) বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

সংঘর্ষে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ নরসিংদী ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আহত রাসেল মিয়া নামের এক যুবকের অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই রব্বান মিয়া ও সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল।

সোমবার বিকেলে এ নিয়ে কথা কাটাকাটির জেরে উভয় পক্ষ টেটা, দা, ছুরি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।  

ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কিছু টেটা উদ্ধার করেছে।  

news24bd.tv/হারুন