আ.লীগের দু’পক্ষের সংঘর্ষ: নিহতের ঘটনায় এখনও মামলা হয়নি
আ.লীগের দু’পক্ষের সংঘর্ষ: নিহতের ঘটনায় এখনও মামলা হয়নি

ফাইল ছবি

আ.লীগের দু’পক্ষের সংঘর্ষ: নিহতের ঘটনায় এখনও মামলা হয়নি

ঝিনাইদহ প্রতিনিধি 

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহতের ঘটনায় এখানও মামলা হয়নি। পুলিশও কাউকে আটক করতে পারেনি। এদিকে ঘটনার পর গ্রামটি পুরুষ শুন্য হয়ে পড়েছে।  তবে ঘটনার পর বেশ কয়েকটি বাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

 

শৈলকুপা থানা ওসি আমিনুল ইসলাম জানান, নিহতের ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখানও কোনো মামলা দায়ের করা হয়নি। সে কারণে পুলিশ কাউকে আটক করতে পারেনি। পরিবেশ শান্ত রাখতে গ্রামে পুলিশ টহল জোরদার করা হয়েছে। তবে নিহতেরে পরিবারের পক্ষ থেকে মামলা না করা হলে পুলিশ বাদী হয়ে মামলা করা হবে।

 

উল্লেখ্য, শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য মান্নান মন্ডল ও ৪নং ওয়ার্ডের সদস্য কফিল উদ্দিনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সোমবার (১৪ নভেম্বার) সকালে মান্নানের সমর্থক তরিকুল মন্ডল স্থানীয় বিএলকে বাজারে গেলে কফিল উদ্দিনের সমর্থকরা তাকে মারধর করে। এর জেরে লক্ষণদিয়া গ্রামে উভয় ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে উভয় পক্ষ। এতে সাইদ বিশ্বাস নামে এক ব্যক্তি নিহত হন। আহত হন উভয় পক্ষের ১০ জন।

news24bd.tv/হারুন