রাশিয়াকে দুর্বল করে ধ্বংস করতে ইউক্রেনকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই পাত্রুশেভ এ মন্তব্য করেছেন।
সরকারি এক বৈঠকে পাত্রুশেভ বলেন, ওয়াশিংটন রাশিয়াকে সমস্ত অস্থিতিশীলতার উৎস বললেও তারাই রাশিয়া সীমান্তে ন্যাটোর সেনা মোতায়েন করছে। ইউক্রেনকে মার্কিন পুতুল উল্লেখ করে তিনি বলেন, আমাদের জাতীকে দুর্বল করে ধ্বংস করাই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য।
তিনি আরও বলেন, ওয়াশিংটনের লক্ষ্য বিশ্বে একক কর্তৃত্ব স্থাপন করা। তাদের এই নীতির জন্য এক দেশের সঙ্গে অন্য দেশের বিরোধ লাগিয়ে দিচ্ছে। তারা আরেকটি বিশ্বযুদ্ধ না লাগানো পর্যন্ত থামবে না ।
রাশিয়ার জাতীয় নিরাপত্তা বিষয়ক এক বৈঠকে পাত্রুশেভ এসব মন্তব্য করেন।
সূত্র: আজিজ
news24bd.tv/আজিজ