গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে হেরোইনসহ স্বামী গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আমিনুল খন্দকার (৩৫) মাদারীপুরের কুলপরদী তালতলা এলাকার লাল মিয়া খন্দকারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে মাদক মামলায় বন্দি রয়েছেন শম্পা পারভীন।
কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান লিটন জানান, তিনি হেরোইন নিয়ে কারাগারে ঢোকার চেষ্টা করেন। পরে তাকে কারারক্ষীরা আটক করেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
news24bd.tv/হারুন