বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে সিলেট স্ট্রাইকারসের প্রধান কোচের দায়িত্ব পেলেন সাবেক টাইগার অধিনায়ক রাজিন সালেহ। মঙ্গলবার (১৫ নভেম্বর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে মাঠে গড়াবে এবারের আসর। এ উপলক্ষে কোচিং স্টাফ থেকে শুরু করে খেলোয়াড়সহ পূর্ণ শক্তির দল গঠনের কাজ শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
ফেসবুক পোস্টে ফ্র্যাঞ্চাইজিটি জানায়, বিপিএলে অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলো যখন বিদেশি কোচদের দিকে ঝুঁকে পড়েছে, নব্য দল সিলেট তখন হাত বাড়িয়েছে রাজিন সালেহর দিকে। তাতে হাত মেলালেন এই ক্রিকেটারও। সিলেটের সঙ্গে শুরু হলো রাজিন সালেহ’র যাত্রা।
সিলেটের সঙ্গে তার যাত্রা প্রসঙ্গে রাজিন সালেহ বলেন, আমাদের লক্ষ্য থাকবে, আমরা যেন সিলেটের শুরুটা ভালো করতে পারি। অন্তত সেমিফাইনালে যেন যেতে পারি। প্রত্যেকটা দলই গঠন করা হয়, ট্রফি জয়ের জন্য। আমাদের দলের লক্ষ্য ভালো খেলা। আগে দল বানাই, দল বানানোর পর দেখবো, কেমন দল হয়। আমাদের টার্গেট সেমিফাইনাল কমপক্ষে খেলা।
news24bd.tv/আজিজ