ইউক্রেনে যুদ্ধের ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে হবে জাতিসংঘের সাধারণ পরিষদে পাস হওয়া এমন প্রস্তাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। ক্রেমলিন বলেছে, ক্ষতিপূরণের নামে রাশিয়ার আন্তর্জাতিক রিজার্ভ দখলে পশ্চিমাদের প্রচেষ্টা ঠেকানো হবে।
প্রেসিডেন্ট দপ্তরের মুখপাত্র দিমিত্রি পেসকভ একে পশ্চিমাদের ‘সরকারি ডাকাতি’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
জাতিসংঘের প্রস্তাবে বলা হয়েছে, রাশিয়াকে ‘আন্তর্জাতিকভাবে তার সমস্ত অন্যায় কাজের আইনি পরিণতি বহন করতে হবে, যার মধ্যে আক্রমণের জন্য ক্ষতিপূরণ দিতে হবে। ’ জাতিসংঘ সাধারণ পরিষদের এ ধরনের প্রস্তাব প্রতীকী। সিদ্ধান্ত কার্যকর করার ক্ষমতা এর নেই।
তবে এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি।
জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া এই প্রস্তাবকে ‘আইনিভাবে বাতিল এবং অকার্যকর’ আখ্যায়িত করেছেন। পশ্চিমাদের তরফে এটি ‘সংঘাতকে আরো খারাপ করার চেষ্টা’ বলেও অভিযোগ করেছেন তিনি।
১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ৯৪টি প্রস্তাবে সমর্থন জানায়। রাশিয়া, চীন এবং ইরানসহ ১৪টি দেশ বিপক্ষে ভোট দেয়। বাকিরা ভোট দেওয়া থেকে বিরত ছিল।
সূত্র: বিবিসি
news24bd.tv/আজিজ