দরজায় কড়া নাড়ছে অনেক অপেক্ষার কাতার বিশ্বকাপ। থেমে নেই প্রিয় দলের প্রতি ভক্ত-সমর্থকদের বাড়তি উন্মাদনা। বিশ্বকাপকে সামনে রেখে যশোরে এবার ৫৪০ ফুট লম্বা পতাকা উড়ালেন ব্রাজিল সমর্থকরা। সেটা দেখতে হুমড়ি খেয়ে পড়ছেন এলাকাবাসী।
যশোরের মনিরামপুর উপজেলার মকমতলা খানপুর গ্রামের বাসিন্দারা প্রিয় দল ব্রাজিলের সমর্থনে কেউ পরছেন জার্সি, আবার কেউ বা উড়াচ্ছেন পতাকা। তারা ১৫ হাজার টাকা খরচায় ৭ দিনে ৫৪০ ফুট লম্বা পতাকা তৈরি করেছেন। এরই সঙ্গে ৬ ফুট উচ্চতার দুটি নেইমারের ফেস্টুন তৈরি করা হয়েছে। যা সাড়া ফেলেছে ফুটবল প্রেমীদের মধ্যে।
কথা হয় কয়েকজন ব্রাজিল ভক্তের সঙ্গে। তারা জানান, ব্রাজিলের সব তারকা খেলোয়াড়। বিশেষ করে নেইমারের খেলা তাদের ভালো লাগে। এই দলের প্রতি ভালোবাসা থেকেই তারা এই পতাকা তৈরি করেছেন।
বিশ্বকাপের উন্মাদনা মেতেছেন নারী শিশুরও। তারাও ব্রাজিলের সার্জি গায়ে দিয়ে ঘুরছেন এলাকায়। সমর্থকরা বলছেন, ব্রাজিল দলের প্রতি ভালোবাসা থেকেই তারা এগুলো করেছেন। তাদের বিশ্বাস এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে ব্রাজিল।
news24bd.tv/ইস্রাফিল