নাইক্ষ‍্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

নাইক্ষ‍্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

বান্দরবান প্রতিনিধি

বান্দরাবানের নাইক্ষ‍্যংছড়ি-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত মো. বেলাল রামু উপজেলার গর্জনিয়া হাজির পাড়ার আব্দুল হাকিমের ছেলে।

বুধবার (১৬ নভেম্বর) বেলাল জামছড়ি ৮নং ওয়ার্ডের ৪৬,৪৭ সীমান্ত পিলার দিয়ে মিয়ানমারের কয়েক কিলোমিটার ভেতরে গিয়ে গরু আনতে যায়। এসময় মাটির ভেতরে মিয়ানমার সেনাবাহিনীর পুতে রাখা মাইন বিস্ফোরণে মারাত্মক ভাবে আহত হয় সে।

আহত বেলালকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার হয়েছে, এ ব্যাপারে স্থানীয় কয়েকজন জানান, মিয়ানমার থেকে চোরাই পথে সস্তা দামে গরু আনতে গিয়ে আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন এখনও।

এব্যাপারে নাইক্ষ‍্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছার ইমনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত  করে বলেন,উক্ত বিষয়ে তিনি অবগত হয়েছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষে অবগত করছি।  

এব্যাপারে নাইক্ষ্যংছড়ি থানার ওসি তদন্ত পরিদর্শক মো. শাহাজাহান বলেন, মাইন বিস্ফোরণে বেলাল নামে বাংলাদেশি যুবকের পা উড়ে গেছে শুনেছি। তাকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

news24bd.tv/FA