গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় একটি কোম্পানির পণ্য সরবরাহকারী নিহত হয়েছেন। বুধবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে পৌর এলাকার র ২নং সিঅ্যান্ডবি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পণ্য সরবরাহকারী মো. জিয়াউল হকের (৩০) বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায়।
পুলিশ জানিয়েছে, তিনি ওলিম্পিক কোম্পানির পণ্য সরবরাহকারী হিসেবে ২ বছর ধরে কাজ করছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, বেলা ১১টার দিকে জিয়াউল তার গাড়িতে মালামাল তুলছিলেন। হঠাৎ দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাঁর গাড়িকে ধাক্কা দেয়। এতে মারাত্মক আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় পিকআপ ভ্যান আটক করা হয়েছে।
news24bd.tv/হারুন