টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলায় বালুঘাট দখলকে কেন্দ্র করে দুই পক্ষে মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তি আহত হয়েছেন। বুধবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার গোবিন্দাসী এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার গোবিন্দাসী থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ১৯টি বালুঘাট থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে এলাকার প্রভাবশালীরা।
স্থানীয় কয়েকজন অভিযোগ করে বলেন, বালু উত্তোলন, বালুঘাট দখল ও বালু সরবরাহ নিয়ে ভূঞাপুরে প্রভাবশালীদের মধ্যে বিরোধ রয়েছে। সেই বিরোধের জেরে বুধবার দুপুরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ নিয়ে আগেও একাধিকবার সংঘর্ষ, গুলি ও হতাহতের ঘটনা ঘটেছে।
গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান মো. দুলাল হোসেন চকদার জানান, বালু পরিবহনের রাস্তা ব্যবহার নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃুষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
ভূঞাপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল ইসলাম জানান, বালুঘাটের বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। দুই পক্ষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিষয়টি সমাধান করা হবে।
news24bd.tv/হারুন