ফিফা বিশ্বকাপ ২০২২ উপলক্ষে স্যাভলন বাংলাদেশ নিয়ে এসেছে “স্যাভলন গেস দা স্কোর” ক্যাম্পেইন। আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে দর্শকদের উৎসাহ ও আমেজ ধরে রাখতে একটি ভিন্নধর্মী অনলাইন স্কোর প্রেডিকশন খেলার আয়োজন করেছে স্যাভলন।
“স্যাভলন গেস দা স্কোর” ক্যাম্পেইনে অংশগ্রহণ করার জন্য আগ্রহীদের মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
বিশ্বকাপ চলাকালীন একজন রেজিস্টার্ড অংশগ্রহণকারীকে প্রতিদিনের খেলার ফলাফল একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে অনুমান করতে হবে।
স্কোরবোর্ডে শীর্ষস্থান অধিকারী ২০ জন বিজয়ীদের জন্য থাকছে প্লেস্টেশন ৫, ল্যাপটপ, স্মার্ট এলইডি টিভি, স্মার্ট ফোন, ব্লুটুথ স্পিকার ও স্মার্ট ওয়াচসহ অসংখ্য আকর্ষণীয় পুরষ্কার!
বিশ্বকাপের মৌসুমে স্যাভলনের এই উদ্যোগের সঙ্গে থাকতে অংশগ্রহণ করুন “স্যাভলন গেস দা স্কোর” ক্যাম্পেইনে।
news24bd.tv/কামরুল