দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি হওয়ায় মানুষের কাছে যথেষ্ট টাকা আছে। তাই সবাই ঘুরতে চায় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার সচিব হুমায়ুন কবীর খোন্দকার। বুধবার (১৬ নভেম্বর) সচিবালয়ে ‘বাংলাদেশের পর্যটন’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সচিব এ মন্তব্য করেন।
তিনি বলেন, বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি হলেও মানুষের হাতে যথেষ্ট টাকা আছে।
সচিব বলেন, পর্যটন নিয়ে বড় বই হলে, হ্যান্ডি (হাতে সহজে বহনযোগ্য) না হলে অনেকে পড়তে চান না। এটি (বাংলাদেশের পর্যটন) একটি ছোট বই। বাংলা আছে, ইংরেজি আছে।
হুমায়ুন কবীর খোন্দকার বলেন, ‘বাংলাদেশের পর্যটন’ বইটি মানুষের জন্য অনেক উপকারী হবে। আমি মনে করি মানুষ যে আমাদের পর্যটন স্থানগুলো দেখবেন, জ্ঞান অর্জন করবেন শুধু তাই নয়; এই বইটি আমাদের অর্থনীতিতে সহায়ক হিসেবে কাজ করবে।
news24bd.tv/হারুন