জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের ওপর দলীয় সিদ্ধান্ত গ্রহণে দেওয়া অস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন খারিজ করেছেন আদালত। ফলে দলের যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে তার ওপর দেয়া নিষেধাজ্ঞা বহাল রইলো।
বুধবার (১৬ নভেম্বর) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হক এ আদেশ দেন। জানা গেছে এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন তাঁর আইনজীবী।
উল্লেখ্য, দলের সিনিয়র নেতাদের পদচ্যুত ইস্যুতে মামলা করেন দল থেকে অব্যাহতি পাওয়া নেতা জিয়াউল হক। এর প্রেক্ষিতে গত ৩০ অক্টোবর জি এম কাদেরের দলীয় সিদ্ধান্ত গ্রহণের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা দেন আদালত।
news24bd.tv/FA