ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৬

দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস

ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৬

নজির আহম্মদ রতন • ফেনী প্রতিনিধি

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় গরুবাহী ট্রাকের সঙ্গে একটি মাইক্রোবাসের সংঘর্ষে শিশু ও নারীসহ ৬জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৭জন। হতাহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী।

আজ (২০ আগস্ট, সোমবার) ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জে সুলতানা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

news24bd.tv
হাসপাতাল মর্গে নিহতদের লাশ

হাইওয়ে পুলিশ জানায়, লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস চট্টগ্রাম যাবার সময় বিপরীত দিক থেকে আসা কুরবানির গরু বোঝাই একটি ট্রাক মহাসড়ক থেকে ছাগলনাইয়া উপজেলা যাওয়ার জন্য ইউর্টান নিচ্ছিল। এ সময় ট্রাকটি রাস্তা পার হতেই মাইক্রোবাসটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস ও ট্রাকটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পড়ে যায়।

 

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। এ সময় তারা ঘটনাস্থল থেকে ৬জনের মৃতদেহ উদ্ধার করে।  

news24bd.tv
আহত ২ শিশু

আহত ৭জনকে উদ্ধার করে মীরসরাই স্বাস্থ্য কমপ্লেক্স ও ফেনী জেলা সদর হাসপতালে প্রেরণ করা হয়েছে।  এছাড়া মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করলেও চালককে আটক করতে পারেনি পুলিশ ।  

 

রতন/অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর