টাঙ্গাইলের সখীপুরে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তানবীর হাসান তন্ময় (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) সাড়ে পাঁটার দিকে পৌর সভার তিন নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটেছে।
তানবীর উপজেলার আড়াইপাড়া গ্রামের সোহেল রানার ছেলে এবং সখীপুর পিএম পাইলট মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, বাসার পাঁচতলা ছাদে আর্জেন্টিনার পতাকা টানাতে যায় তানবীর হাসান তন্ময়।
পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে তানবীরকে উদ্ধার করে এবং সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। তবে এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
news24bd.tv/হারুন