জ্বালানী সমস্যা সমাধানে সরকারের সাথে একযোগে কাজ করতে পোশাক ও বস্ত্র খাতের উদ্যোক্তাদের প্রতি আহবান জানিয়েছেন জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী নসরুল হামিদ।
বুধবার (১৬ নভেম্বর) রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে মেড ইন বাংলাদেশ ফ্যাশন ইনোভেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এসময় প্রতিমন্ত্রী বলেন, আগামী বছরটি জ্বালানি খাতের জন্য কঠিন সময় হতে যাচ্ছে। তাই শিল্পে জ্বালানি সাশ্রয়ে উদ্যোক্তাদের আরও সচেতন হওয়ার তাগিদ দেন তিনি।
অনুষ্ঠানে স্টুডেন্ট ক্যাটাগরিতে ১০ জন ও প্রফেশনাল ক্যাটাগরিতে ১০ জনকে সাসটেইনেবল ডিজাইন অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ড দেয়া হয়। এছাড়া ছয়জনকে দেয়া হয়েছে মেড ইন বাংলাদেশ ফটোগ্রাফি অ্যাওয়ার্ড।
news24bd.tv/FA