আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দলের সঙ্গে পাল্টাপাল্টি কর্মসূচিতে নয়, সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের সেতু গড়তে চায় বলে জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা।
বুধবার (১৬ নভেম্বর) রাজধানীর ঢাকা ক্লাবে সিনিয়র সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তারা এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, দলের সভাপতি মন্ডলীর সদস্য শাজাহান খানসহ দলের সিনিয়র নেতারা।
সভায় ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে আওয়ামী লীগই একমাত্র রাজনৈতিক দল যারা তৃণমূল থেকে গণতন্ত্রের চর্চা করে।
এসময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, সরকারের সমালোচনা করার পাশাপাশি গণমাধ্যমগুলোকে ভাল কাজের প্রশংসাও করতে হবে।
news24bd.tv/FA