রাজধানীর দোহারে কোস্ট গার্ডের অভিযানে ৪ শত কোটি টাকা মূল্যের অবৈধ চায়না চাই জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) বিকেলে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ নভেম্বর চারটার দিকে দোহার থানার লটাখোলা বাজারে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পাগলা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. রুহান মুনজুর।
অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার ভূমি) মো. মোস্তাফিজুর রহমান এবং দোহার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোছা. লুৎফর নাহার।
news24bd.tv/FA