কুয়েতে বাংলাদেশি প্রবাসীদের নিয়ে গুজব ছড়ালে আইনি ব্যবস্থা

সংগৃহীত ছবি

কুয়েতে বাংলাদেশি প্রবাসীদের নিয়ে গুজব ছড়ালে আইনি ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

কুয়েতে ফেসবুক, ইউটিউব, টুইটার, টিকটকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর প্রবণতা বেড়েছে। কখনও দেশ নিয়ে, আবার কখনও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে ছড়ানো হচ্ছে এসব রটনা।

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের বিভিন্ন সেক্টরে নিযুক্ত প্রবাসী বাংলাদেশিরা সুনামের সাথে কাজ করছে। তবে একটা শ্রেণি লেগে আছে তাদের বিরুদ্ধে অপপ্রচার ও গুজব ছড়ানোয়।

এবার কুয়েতে রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে এ ধরনের অপপ্রচার চালানোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আশিকুজ্জামান।

সম্প্রতি ফায়দা হাসিলের আশায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মনগড়া অপপ্রচার চালাচ্ছে কিছু অসাধু লোক। এসব মিথ্যা গুজবে দেশের যেমন ক্ষতি হচ্ছে, তেমনি ব্যক্তিগতভাবে অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই উদ্বিগ্ন কুয়েত প্রবাসীরা।

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান বলেন, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে রেমিট্যান্স যোদ্ধাদের নামে গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। রেমিট্যান্স যোদ্ধাদের কোন ধরনের রাজনৈতিক ফাঁদে পা না দিতে, সচেতন থাকার আহবান জানান রাষ্ট্রদূত।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক