বিশ্বকাপ ঘিরে কাতারে জমছে বাংলাদেশিদের রেস্টুরেন্ট ব্যবসা

সংগৃহীত ছবি

বিশ্বকাপ ঘিরে কাতারে জমছে বাংলাদেশিদের রেস্টুরেন্ট ব্যবসা

নিজস্ব প্রতিবেদক

বিশ্বকাপ ফুটবল শুরু হতে বাকী মাত্র ৩ দিন। এরই মধ্যে বিভিন্ন দেশের ফুটবল প্রেমীরা কাতারে ভিড় জমাতে শুরু করেছেন। আর এই বিশ্বকাপ সামনে রেখে দেশটির গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে গড়ে উঠেছে প্রবাসী বাংলাদেশী মালিকানাধীন রেস্টুরেন্ট।

বিশ্বকাপ ঘিরে কাতারে বাংলাদেশি অনেক প্রবাসীই রেস্টুরেন্ট ব্যবসায় ঝুঁকছে।

পর্যটকদের আনাগোনায় রেস্টুরেন্ট ব্যবসাও জমে উঠেছে। তারা জানায়, প্রবাসের মাটিতে দেশের সব রকমের সবজি, ভর্তা, মাছ, মুরগী, মাংস, বিরিয়ানি যেমন রয়েছে। পাশাপাশি ভিনদেশিদের জন্যও রয়েছে আলাদা মেনু। এছাড়াও আছে নানা রকম মিষ্টি ও ফাস্ট ফুড, জুস।

খাবারের পাশাপাশি রেস্টুরেন্টগুলোর নামেও রয়েছে দেশের প্রতিচ্ছবি। যেমন নোয়াখালী হোটেল, ঢাকা হোটেল, চাঁদপুর হোটেল, হৈচৈ রেস্টুরেন্ট, আনন্দসহ আরও হরেক নাম।

একসময় কাতারে রেস্টুরেন্ট ব্যবসা ছিল ভারতীয়দের দখলে। কিন্তু পরিশ্রমী ও মেধাবী তরুণদের প্রচেষ্টায় বর্তমানে রেস্টুরেন্টসহ বিভিন্ন ব্যবসায় বাংলাদেশীদের অবস্থান অনেক উপরে।