যুক্তরাজ্যে মূল্যস্ফীতি আবারও ঊর্ধ্বমুখী 

সংগৃহীত ছবি

যুক্তরাজ্যে মূল্যস্ফীতি আবারও ঊর্ধ্বমুখী 

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে আগস্টে ভোক্তা পর্যায়ে পণ্যের দাম বাড়ার চাপ কিছুটা কমলেও সেপ্টেম্বর থেকে মূল্যস্ফীতি আবারও উর্ধ্বমুখী রয়েছে। অক্টোবরে ভোক্তা মূল্যসূচক ৪১ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌছেঁছে।

গতমাসে দেশটিতে খাদ্যের দাম একবছর আগের তুলনায় ১৬ দশমিক ৪ শতাংশ বেড়েছে। এ হার ১৯৭৭ সালের সেপ্টেম্বরের পর সর্বোচ্চ।

এ সময়ে বিদ্যুৎ ও প্রাকৃতিক গ্যাসের দাম ২৪ শতাংশ বেড়েছে।  

এপির খবরে বলা হয়েছে, ইউক্রেনে রুশ আগ্রাসনের পর থেকেই জ্বালানি ও খাদ্যপণ্যের বাজারে অস্থিরতা চলছে। এ পরিস্থিতি জীবনযাত্রার ব্যয় নিয়ে সংকটে পড়া পরিবারগুলোকে আরও বিপর্যয়ের মধ্যে ফেলেছে।

news24bd.tv/ইস্রাফিল