বিএনপির প্রধান শত্রু শেখ হাসিনা: কাদের
বিএনপির প্রধান শত্রু শেখ হাসিনা: কাদের

ওবায়দুল কাদের (ফাইল ছবি)

বিএনপির প্রধান শত্রু শেখ হাসিনা: কাদের

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বিএনপির প্রধান শত্রু বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বিএনপির প্রধান শত্রু শেখ হাসিনা। তা‌কে হত‌্যা কর‌তে পা‌রে‌নি ব‌লেই বিএন‌পির বু‌কে জ্বালা। ’

শুক্রবার (১৮ নভেম্বর) সকা‌লে রাজধানীর ফার্মগেটে কৃ‌ষি‌বিদ ইন‌স্টি‌টউি‌‌টে এক সমাবেশে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

বঙ্গবন্ধু সৈ‌নিক লী‌গ আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘১০ ডিসেম্বরের সমাবেশ ঘি‌রে মুখে রক্ষণাত্মক ও মনে আক্রমনাত্মক প্রস্তুতি নিয়েছে বিএন‌পি। তারা যতই ষড়যন্ত্র করুক বাংলাদেশ কোনো দিন অনিশ্চয়তার দি‌কে যা‌বে না। আওয়ামী লী‌গের উন্নয়ন দে‌খে বিএন‌পি অন্ধকার দেখছে।

news24bd.tv/মামুন