বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) প্রেসিডেন্ট ও দেশের শীর্ষ শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে আলোর মুখ দেখেছে দেশের জুয়েলারি শিল্প। জুয়েলারি শিল্পে আমরা ৪০ বছরে যা করতে পারিনি তা মাত্র ১০ মাসে সম্ভব হয়েছে দক্ষ নেতৃত্বের কারণে। উনার নেতৃত্বে এই শিল্প সমৃদ্ধ হয়ে খুব শিগগিরই জুয়েলারি সামগ্রী বিদেশে রপ্তানি হবে।
শুক্রবার (১৮ নভেম্বর) বাজুস চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভায় এসব কথা বলেন সংগঠনটির নেতৃবৃন্দ।
বাজুস চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি মো. মোস্তাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সহ সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক সমিত ঘোষ অপু, কার্যনির্বাহী সদস্য মো. রিপনুল হাসান ও মো. ফেরদৌস আলম শাহীন।
রোকন আহমেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাজুস চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সহসম্পাদক শ্রী বাসুদেব নন্দি প্রমুখ।
সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, ‘এখন কোনো ফি ছাড়াই বাজুসের সদস্য অন্তর্ভুক্ত করা হচ্ছে। তাই দ্রুত আপনারা সদস্য হয়ে যান। তবে কেউ অবহেলা করে সদস্য না হলে আগামীতে আর ফি ছাড়া সদস্যপদ দেওয়া হবে না। এই সংগঠনকে বেগবান করতে হলে সকলের ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন। ’
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সহসভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম বলেন, ‘জুয়েলারি শিল্পে আমরা ৪০ বছরে যা করতে পারিনি তা মাত্র ১০ মাসে সম্ভব হয়েছে একমাত্র বাজুসের প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের দক্ষ নেতৃত্বের কারণে। ’
তিনি আরও বলেন, ‘সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে দ্রুত জুয়েলারি এক্সপো করা হবে এবং বাংলাদেশের এই শিল্প দ্রুত বিশ্ব বাজারে অবদান রাখতে সক্ষম হবে। ’
এ সময় জেলার সকল স্বর্ণ ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হয়ে এই শিল্পকে এগিয়ে নেয়ার আহবান জানান তিনি। মতবিনিময় সভায় চাঁপাইনবাবগঞ্জ জেলার দুই শতাধিক স্বর্ণ ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
news24bd.tv/মামুন