রাজধানীতে বৃদ্ধকে খুন করে স্বর্ণালংকার লুট
রাজধানীতে বৃদ্ধকে খুন করে স্বর্ণালংকার লুট

রাজধানীতে বৃদ্ধকে খুন করে স্বর্ণালংকার লুট

অনলাইন ডেস্ক

রাজধানীর চকবাজার এলাকায় বাসায় ঢুকে হাজী মনসুর আহমেদ (৭৮) নামে এক ব্যক্তিকে খুন করে স্বর্ণালংকার ও টাকাপয়সা লুটের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে পুলিশ এ তথ্য নিশ্চিত করে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

মনসুর আহমেদ তিন ছেলে ও এক মেয়ের জনক।

তিনি স্থানীয় বাইতুন নুর জামে মসজিদের সভাপতি ছিলেন তিনি।

নিহতের ছেলে সারোয়ার আহমেদ জানান, চকবাজারের খাজে দেওয়ান লেনের ৬৯/২ নম্বর বাড়ির বিভিন্ন তলায় থাকেন তাদের পরিবারের সদস্যরা। এই বাড়ির দোতলায় থাকতেন তার বাবা-মা। বৃহস্পতিবার রাতে তার মাসহ পরিবারের সবাই স্থানীয় একটি বিয়ের অনুষ্ঠানে যান।

তবে অসুস্থতার কারণে তার বাবা বাসাতেই ছিলেন।

তিনি আরও জানান, অনুষ্ঠান শেষে বাড়িতে ফিরে তারা দোতলার ফ্ল্যাটের দরজা বন্ধ পান। ধাক্কা দিতেই দরজা খুলে যায়। তখন মেঝেতে হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় তার বাবাকে পড়ে থাকতে দেখা যায়। এরপর দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সোয়া ১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সারোয়ার আহমেদ বলেন, দুর্বৃত্তরা বাবার হাত-পা বেঁধে মারধর করে জিনিসপত্র লুট করেছে। মাথায় আঘাত করায় তার মৃত্যু হয়। মারধরেরর পাশাপাশি ধারালো অস্ত্র দিয়েও তাকে আঘাত করা হয়েছে বলে মনে হচ্ছে। পরিবারের সবার স্বর্ণালংকার বাবার ঘরেই রাখা ছিল। সেগুলো লুট করা হয়েছে। আনুমানিক ২০ ভরি স্বর্ণালংকার ছিল। এ ছাড়া নগদ টাকাও ছিল।

চকবাজার থানার ওসি আবদুল কাইয়ুম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

লালবাগ ডিভিশনের ডিসি জাফর আহমেদ বলেন, হত্যার ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

news24bd.tv/কামরুল