সাদিও মানেকে নিয়ে ঝুঁকিই নিয়েছিল সেনেগাল। দলটির সবচেয়ে বড় তারকাকে বিশ্বকাপে পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টাই করেছে তারা। তবে, ভাগ্য সুপ্রসন্ন হয়নি সেনেগালের। চোট গুরুতর হওয়ায় ছুরি-কাঁচির নিচেই যেতে হচ্ছে মানেকে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সাদিও মানের চোটের সর্বশেষ অবস্থা জানতে আরও একটি এমআরআই স্ক্যান হয়। এমআরআইয়ের রিপোর্টে বলা হয়, মানের হাঁটুতে দ্রুত অস্ত্রোপচারের প্রয়োজন। এর আগে, মঙ্গলবার (১৫ নভেম্বর) সেনেগালের ফুটবল ফেডারেশন জানিয়েছিল, বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন না মানে।
আরও পড়ুন : বিশ্বকাপের জন্য ‘সাজগোজ’ শুরু নেইমারের
আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি স্পোর্টস জানায়, গত ৪ নভেম্বর বুন্দেসলিগায় ওয়ের্ডার ব্রেমেনের বিপক্ষে ম্যাচে খেলার জন্য পুরোপুরি ফিট ছিলেন না সাদিও মানে। এরপরও আনফিট মানেকে মাঠে নামিয়ে দেয় বায়ার্ন মিউনিখ কোচ জুলিয়ান নাগেলসম্যান। আর তাতেই ইনজুরিতে পড়েন এই তারকা ফুটবলার।
আরও পড়ুন : বিশ্বকাপে দলগুলোর ডাকনাম, নামকরণের কারণ
আফ্রিকা অঞ্চলের দুইবারের বর্ষসেরা ফুটবলারের খেতাব জেতা সাদিও মানেকে এবারের বিশ্বকাপে দর্শক হয়েই থাকতে হবে। অনাকাঙ্ক্ষিত হাঁটুর চোট ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ থেকে পুরোপুরি ছিটকে দিল মানেকে। মানেকে ছাড়াই সোমবার (২১ নভেম্বর) নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে সেনেগাল।
news24bd.tv/আলী