একটি গোষ্ঠী সৌহার্দ্য ও সম্প্রীতি নষ্ট করতে চায়: কৃষিমন্ত্রী
একটি গোষ্ঠী সৌহার্দ্য ও সম্প্রীতি নষ্ট করতে চায়: কৃষিমন্ত্রী

সংগৃহীত ছবি

একটি গোষ্ঠী সৌহার্দ্য ও সম্প্রীতি নষ্ট করতে চায়: কৃষিমন্ত্রী

অনলাইন ডেস্ক

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার গারো, হাজং, চাকমা, মারমা, বাঙালিসহ সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি স্থাপন করেছে। কিন্তু একটি গোষ্ঠী এটি নষ্ট করতে চায়। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।  

শুক্রবার সকালে বনানী বিদ্যানিকেতন স্কুল ও কলেজে ঢাকা ওয়ানগালা বা নবান্ন উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার আদিবাসীদের ওপর বনবিভাগের মিথ্যা মামলা ও হয়রানি বন্ধ করেছে। মধুপুরে গত ১৪ বছরে একজন গারোও বনবিভাগের মামলায় গ্রেপ্তার হননি।

news24bd.tv/কামরুল