আবারও ফিফার সভাপতি নির্বাচিত ইনফান্তিনো
আবারও ফিফার সভাপতি নির্বাচিত ইনফান্তিনো

সংগৃহীত ছবি

আবারও ফিফার সভাপতি নির্বাচিত ইনফান্তিনো

অনলাইন ডেস্ক

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগামী চার বছরের জন্য ফিফার সভাপতি নির্বাচিত হয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো। মার্চে রুয়ান্ডারর কিগালিতে ফিফার ৭৩তম কংগ্রেসে নির্বাচন হওয়ার কথা ছিল। তবে মনোনয়ন জমা দেয়ার ডেডলাইন ছিলো গতকাল বৃহস্পতিবার (১৭ নভেম্বর)।  

কিন্তু সভাপতি পদে আর কোন প্রার্থী না থাকায় আগেভাগেই নির্বাচিত এ সুইস আইনজীবী।

২০২৬ মেক্সিকো, যুক্তরাস্ট্র আর কানাডা বিশ্বকাপেও তার কাঁধে থাকবে গুরু দায়িত্ব।

পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় ইনফান্তিনো বলেন, আজকের দিনটা আমার জন্য বিশেষ কিছু। নির্বাচন নিয়ে আমি প্রথমবারের মত জনসম্মুখে কতা বলছি। সেটা সম্ভব ফিফার দুশোর বেশি সদস্য এবং ছয় কনফেডারেশন্সের জন্য।

যারা আমাকে নুরঙ্কুষ সমর্থন দিয়ে গেছেন।

২০১৬ সালে ৪ প্রতিদ্বন্দ্বিকে হারিয়ে সেপ ব্ল্যাটারের স্থলাভিষিক্ত হয়েছিলেন ইনফান্তিনো। মাঝে ২০১৯ আরও একবার পুনঃনির্বাচিত হয়েছিলেন তিনি।

news24bd.tv/আলী