ফুটবল বিশ্বকাপ শুরুর মাত্র দুই দিন আগে স্টেডিয়ামগুলোতে সব ধরণের অ্যালকোহল বিক্রি নিষিদ্ধ করেছে ফিফা। তবে পাওয়া যাবে নন অ্যালকোহলিক বিয়ার ‘বাড জিরো’। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। স্টেডিয়ামের কর্পোরেট এলাকায় থাকা গূরুত্বপূর্ণ ব্যক্তিরা মদ্যপান করতে পারবেন।
মুসলিম দেশ কাতারে মদ বিক্রি কঠোরভাবে নিয়ন্ত্রিত। এর আগে স্টেডিয়ামের নির্দিষ্ট কিছু জায়গায় মদ বিক্রি করার অনুমতি দেয়া হয়েছিল। তবে আসর শুরুর মাত্র ২ দিন আগে রাজ-পরিবারের আদেশে সব ধরনের মদ বিক্রি নিষিদ্ধ করলো দেশটি।
ফুটবল বিশ্বকাপের এবারের আসরের অন্যতম স্পন্সর অ্যালকোহল উৎপাদনকারী প্রতিষ্ঠান এবি ইনবেভ। আসরে তাদেরই অ্যালকোহল বিক্রির অনুমতি ছিল।
এ সিদ্ধান্তে কড়া সমালোচনা করেছে ফুটবল সাপোর্টার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটি বলছে, শেষ সময়ে এসে এমন সিদ্ধান্তে আয়োজকদের ওপর ভরসা হারাবে সমর্থকদরা। সংগঠনের মুখপাত্র আরও বলেন, সমর্থকদের কেউ মদ্যপান পছন্দ করে কেউ করে না। তবে শেষ মূহুর্তের এমন সিদ্ধান্ত সবার মনেই একটা আশঙ্কার জন্ম দেবে যে আয়োজক দেশটি তার প্রতিশ্রুতি পূরণ করতে পারবে কি না।
এর আগে আয়োজক দেশ কাতারের ম্যাচ দিয়ে আসর শুরু করতে বিশ্বকাপের শুরুর তারিখ পরিবর্তন করে ফিফা। সেনেগাল নেদারল্যান্ডসের ম্যাচটি দিয়ে আসর শুরু হওয়ার কথা ছিলো।
news24bd.tv/আজিজ