ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদোর ভবিষ্যৎ কী?
ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদোর ভবিষ্যৎ কী?

সংগৃহীত ছবি

ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদোর ভবিষ্যৎ কী?

ক্লাবের সাথে সম্পর্কের টানাপোড়ন চলছে রোনালদোর। সম্প্রতি একটি ইন্টারভিউতে নিজের ক্লাব সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করে বসেন তিনি। এবার তার  বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা নেওয়ার ঘোষণা দিলো ম্যানচেস্টার ইউনাইটেড।  

এক বিবৃতিতে ক্লাবটি বলেছে, গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারের প্রতিক্রিয়ায় আজ সকালে যথাযথ প্রক্রিয়া নেয়া শুরু করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

তবে কী ধরণের ব্যবস্থা নেয়া হচ্ছে তা জানায়নি ক্লাবটি।  

এর আগে, টকটিভিতে জনপ্রিয় উপস্থাপক পিয়ার্স মরগানকে দেয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে ‘প্রতারিত’ অনুভব করছেন এবং তাকে ক্লাব থেকে বের করে দেয়ার চেষ্টা করা হচ্ছে।  

কোচ টেন হাগের প্রতি কোনও ‘সম্মান’ নেই মন্তব্য করে রোনালদো বলেন, ‘আমার তার প্রতি কোনও সম্মান নেই, কারণ তিনি আমাকে সম্মান দেখাননি। যদি আপনি আমাকে সম্মান না দেখান আমারও আপনার প্রতি কোনও সম্মান নেই।

’ গত মাসে টটেন্যাম হটস্পারের বিপক্ষে একটি ম্যাচে বদলি হিসেবে নামতে অপরাগতা জানানোর পর ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হাগ চেলসির বিপক্ষে একটি ম্যাচে রোনালদোকে স্কোয়াড থেকে বাদ দেন।

সাম্প্রতিক এসব ঘটনায় ক্লাবের সাথে রোনালদেরা ভবিষ্যত কী হবে তা নিয়ে ভাবছেন সমর্থক বিশ্লেষকরা।

ক্লাব এখন কী ব্যবস্থা নিচ্ছে তা জানা না গেলেও তা যে খুব বেশি সুখকর হবে না তা অনুমান করা যাচ্ছে সহজেই। রোনালদোর সাতে চুক্তি বাতলি করতে পারে ক্লাব বা আইনি পদক্ষেপ নিতে পারে। কোচের সম্পর্কে অভিযোগ করলেও ক্লাব টেন হাগকেই সমর্থন করেছে।  

টেন হাগের অধীনে আর ম্যাচ খেলা অনেকটা অকল্পনীয় এখন। তাই একমাত্র সমাধান রোনালদোর প্রস্থান। তবে সেটাও খুব সহজ হবে না রোনালদো বা ক্লাবের জন্য।  

সূত্র: বিবিসি।

news24bd.tv/আজিজ