ঝুঁকিতে ইমরান খানের জীবন: পাকিস্তানের হাইকোর্ট
ঝুঁকিতে ইমরান খানের জীবন: পাকিস্তানের হাইকোর্ট

সংগৃহীত ছবি

ঝুঁকিতে ইমরান খানের জীবন: পাকিস্তানের হাইকোর্ট

অনলাইন ডেস্ক

ইমরানে খানের জীবন ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুখ। একটি গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে বিচারপতি বলেন, ইমরানে খানের ওপর আরেকটি হত্যাচেষ্টা হতে পারে।  

রাজনৈতিক বিক্ষোভের সময় রাস্তা বন্ধের বিষয়ে একটি ব্যবসায়ী সংগঠনের দায়ের করা আবেদনের শুনানির সময় এই মন্তব্য করেন বিচারপতি।  

ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমের ফারুক শুক্রবার রাজনৈতিক বিক্ষোভের সময় জাতীয় রাজধানীতে রাস্তা বন্ধের বিষয়ে একটি ব্যবসায়ী সংগঠনের দায়ের করা আবেদনের শুনানির সময় এই মন্তব্য করেন।

শুক্রবারের শুনানির শুরুতে আদালতে একটি গোয়েন্দা প্রতিবেদন জমা দেয় পুলিশ। প্রতিবেদনে বলা হয় ইমরান খানের ওপর আরেকটি হত্যাচেষ্টা হতে পারে। পরে বিচারপতি সমাবেশে নিরাপত্তা দিতে পুলিশের প্রতি আহ্বান জানান।  

এর আগে, ইমরান লংমার্চে ইমরান খানকে উদ্দেশ্য করে গুলি চালান এক বন্দুকধারী।

একটুর জন্য প্রাণে বেঁচে যান তিনি। পায়ে গুলি লেগে আহত হন তিনি। এ ঘটনায় পিটিআইয়ের এক সমর্থক নিহত ও অনেকে আহত হন। এ ঘটনার পর লংমার্চ সাময়িকভাবে বন্ধ রাখে ইমরানের দল। পরে ১০ নভেম্বর থেকে আবার চালু হয়েছে লংমার্চ।  

লংমার্চে এ হামলার এ ঘটনায় বর্তমান প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সেনাবহিনীর এক জেনারেলের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। তবে তার অভিযোগের প্রেক্ষিতে কোন প্রমান পেশ করতে পারেননি পিটিআই চেয়ারম্যান।

news24bd.tv/আজিজ

এই রকম আরও টপিক