ফারদিন হত্যাকাণ্ডে আলোচিত বজলু মেম্বার কারাগারে, সহপাঠীদের ক্ষোভ

সংগৃহীত ছবি

ফারদিন হত্যাকাণ্ডে আলোচিত বজলু মেম্বার কারাগারে, সহপাঠীদের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

ফারদিন হত্যাকাণ্ডের ঘটনায় আলোচনায় আসা নারায়ণগঞ্জের চনপাড়া বস্তির বজলুর মেম্বারকে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে, সহপাঠীর বিচার দাবিতে আজও মানববন্ধন করেছে বুয়েট শিক্ষার্থীরা।

বুয়েটের শহীদ মিনারে মানববন্ধনে তারা জানায়, ফারদিনের মরদেহ উদ্ধারের প্রায় দুই সপ্তাহ পার হলেও এখন পর্যন্ত প্রকৃত হত্যাকারী চিহ্নিত হয়নি। অতি দ্রুত হত্যাকারীকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি তোলেন তারা।

মানববন্ধন থেকে জানানো হয়, মাদক সংশ্লিষ্টতার বিষয়ে যেসব তথ্য ছড়ানো হয়েছে তা নাকচ করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ভিন্ন ভিন্ন তথ্য দিলেও চূড়ান্ত রিপোর্টের জন্য তারা অপেক্ষা করছেন।

এদিকে, বুয়েট শিক্ষার্থী ফারদিন হত্যাকাণ্ডের ঘটনায় আলোচনায় আসে নারায়ণগঞ্জের চনপাড়া বস্তির মাদক সম্রাট বজলুর রহমান আটকের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‍্যাব।

৪ নভেম্বর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরো কৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারদিন নূর পরশ নিখোঁজের পর ৭ নভেম্বর শীতলক্ষ্যা নদীতে তার মরদেহ উদ্ধার করা হয়।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক