মোংলার পশুর নদীতে নৌকা থেকে পড়ে জেলে নিখোঁজ

মোংলার পশুর নদীতে নৌকা থেকে পড়ে জেলে নিখোঁজ

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের মোংলার পশুর নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে এক জেলে নিখোঁজ হয়েছেন। শুক্রবার মধ্যরাতে নদীতে পড়ে এখনও নিখোঁজ রয়েছেন বশির শেখ (৪০) নামে ওই জেলে। শনিবার দুপুর থেকে নিখোঁজ জেলেকে উদ্ধার অভিযান শুরু করেছেন কোস্টগার্ড ও নৌ পুলিশ।

নিখোঁজ জেলে বশির শেখ মোংলা উপজেলার জয়মনি গ্রামের তৈয়ব আলী শেখের ছেলে।

নদীতে পড়ে নিখোঁজ জেলে বশির পশুর নদীতে চরপাট, চরজাল দিয়ে নদীতে মাছ ধরতেন।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের ষ্টাফ অফিসার (অপারেশন) লে. কমান্ডার মেজবাউদ্দিন আহমেদ জানান, বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনি গ্রামের বশির শেখ বন্দরের পশুর নদীর হাড়বাড়ীয়া এলাকায় মাছ ধরতে গিয়ে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নৌকা থেকে পড়ে নিখোঁজ হন।  

এরপর ওই নৌকায় থাকা তার অপর সহযোগী জেলে সজীব আকন (২২) সাথে সাথে নদীতে লাফিয়ে পড়ে তাকে খুঁজে পেতে ব্যর্থ হন। পরে পরিবারকে খবর দেয়া হলে স্বজন ও স্থানীয় অপর জেলেরা মিলে নিখোঁজের সন্ধানে তল্লাশি চালিয়ে না পেয়ে ফিরে আসেন।

 
শনিবার দুপুরে বিষয়টি তারা মোংলা কোস্টগার্ডকে জানান।  

এরপর শনিবার দুপুর থেকে নিখোঁজ জেলেকে উদ্ধার অভিযান শুরু করেছেন কোস্টগার্ড ও নৌ পুলিশ। সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ জেলের কোন সন্ধান মেলেনি।

news24bd.tv/কামরুল