দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে ঐন্দ্রিলা

সংগৃহীত ছবি

দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে ঐন্দ্রিলা

অনলাইন ডেস্ক

ক্যানসারকে হারিয়ে অনেকটা স্বাভাবিক ছন্দে ফিরেছিলেন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। কিন্তু হঠাৎ এলো দুঃসংবাদ। চলতি মাসে ব্রেন স্ট্রোক করে ভর্তি হন হাসপাতালে। স্ট্রোকের পর বার বার হৃদ্‌রোগেও আক্রান্ত হন অভিনেত্রী।

অবশেষে আজ রোববার দুপুরে ১২টা ৫৯ মিনিটে হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করলেন অভিনেত্রী।  

দীর্ঘ লড়াই শেষ। মাত্র ২৪ বছর বয়সেই থেমে যান ঐন্দ্রিলা শর্মা। হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার (২০ নভেম্বর) দুপুর ১২টা ৫৯ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

গত ১ নভেম্বর গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাঁকে ভর্তি করানো হয় হাওড়ার এক বেসরকারি হাসপাতালে। চিকিৎসকরা জানান, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে ঐন্দ্রিলার। কোমায় চলে যান তিনি। রাখা হয় ভেন্টিলেশনে। আর ফিরল না জ্ঞান। হাসপাতালেই প্রয়াত হলেন অভিনেত্রী।

news24bd.tv/রিমু