বিশ্বকাপ মঞ্চে জাকির নায়েক, দেবেন লেকচার

সংগৃহীত ছবি

বিশ্বকাপ মঞ্চে জাকির নায়েক, দেবেন লেকচার

অনলাইন ডেস্ক

আর মাত্র কয়েক ঘন্টা, এরপরই পর্দা উঠবে ফিফা বিশ্বকাপের ২২তম আসর। প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপের মহাযজ্ঞ বসছে মরুভূমির দেশ কাতারে। এবারের বিশ্ব আসরে ৩২টি দল ৮ গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেবে। প্রতি গ্রুপে খেলবে চারটি দল।

এবারের বিশ্বকাপে চমক জাগানো সব আয়োজন রেখেছে কাতার। এবার জানা গেল, বিশ্বকাপের পুরো সময় জুড়ে ইসলামিক লেকচার দেবেন বিশ্ব বিখ্যাত ইসলামিক স্কলার ড. জাকির নায়েক।

বিষয়টি নিশ্চিত করেছেন কাতারের রাষ্ট্রীয় স্পোর্টস টিভির উপস্থাপক ফয়সাল আল-হাজরি। তার বরাত দিয়ে একটি প্রতিবেদনও প্রকাশ করেছে সৌদি মালিকানাধীন সংবাদ মাধ্যম আল আরাবিয়া।

ফয়সাল আল-হাজরি নিজের ভেরিফাই অফিসিয়াল টুইটারে এক টুইটের মাধ্যমে বিশ্বকাপের সময় জুড়ে জাকির নায়েকের লেকচারের কথা জানান। ওই পোস্টের বরাতে আল আরাবিয়া আরও জানায়, জাকির নায়েকের লেকচার প্রতিদিন চলবে।

 আরও পড়ুন : কাতার বিশ্বকাপে কার্যকর হচ্ছে এসব নিয়ম

ইতোমধ্যে বিশ্বকাপের দেশ কাতারে পৌঁছে গেছেন ভারতের জনপ্রিয় এই ইসলামিক স্কলার। দেশটিতে বিশ্বকাপ দেখতে আসা লাখো মানুষের মাঝে তার ভক্ত-অনুরাগীদের বড় একটি অংশ  উপস্থিত থাকবেন বলে প্রত্যাশা রয়েছে আয়োজকদের। এ সময় তারা চাইলে ড. জাকির নায়েকের লেকচারও শুনতে পাবেন।

আরও পড়ুন :  ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতবে আর্জেন্টিনা, গোল্ডেন বুট মেসির

                   বাদ যাবে আর্জেন্টিনা, চ্যাম্পিয়ন হবে ব্রাজিল

news24bd.tv/আলী