জঙ্গি ছিনিয়ে নেয়ার ঘটনায় ২০ জনের নামে মামলা

মইনুল হাসান শামীম ওরফে সামির ও আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব।

জঙ্গি ছিনিয়ে নেয়ার ঘটনায় ২০ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক

আদালত প্রাঙ্গণ থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ জঙ্গি ছিনিয়ে নেয়ার ঘটনায় ২০ জনের নাম উল্লেখ করে ও ৭-৮ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা করা হয়েছে।

রোববার (২০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর কোতোয়ালী থানায় পুলিশ বাদী হয়ে এ মামলাটি করে।  বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।  এসময় তিনি বলেন, যারা ছিনতাই করতে এসেছিলো তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে।

দ্রুত ছিনতাই জঙ্গিসহ ছিনতাইকারীদের গ্রেপ্তার করা হবে। এ ঘটনায় পাঁচ সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করেছে ডিএমপি।

আরও পড়ুন: সব আদালতে নিরাপত্তা জোরদারের নির্দেশ

এদিন দুপুর ১২টার দিকে ঢাকার জজ আদালত প্রাঙ্গণ থেকে আনসার আল ইসলামের মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নিয়ে তাদের সহযোগীরা। এই দুই জনই ২০১৫ সালে বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায় এবং জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত।

আরও পড়ুন: দুই জঙ্গিকে ধরিয়ে দিলে ২০ লাখ টাকা পুরস্কার

ছিনিয়ে নেওয়া দুই জঙ্গির মধ্যে একজন মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান (২৪)। সে সুনামগঞ্জের ছাতক উপজেলার মাধবপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। আর অপর জন আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব (৩৪)। সে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেটশ্বর গ্রামের আবু তাহেরের ছেলে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক