যশোরে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে হাতাহাতি

সংগৃহীত ছবি

যশোরে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে হাতাহাতি

যশোর প্রতিনিধি

যশোরে ছাত্রলীগের বর্ধিত সভায় দু’পক্ষের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। রোববার (২০ নভেম্বর) সন্ধ্যায় যশোর জেলা পরিষদ অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে। এ সময় অডিটোরিয়াম থেকে হুড়োহুড়ি করে বাইরে বের হতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন।  

আগামী ২৪ নভেম্বর যশোরে শেখ হাসিনার দলীয় জনসভা সফল করতে বর্ধিত সভার আয়োজন করে যশোর জেলা ছাত্রলীগ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘ ৫ বছর পর আগামী ২৪ নভেম্বর যশোর জেলা আওয়ামী লীগের আয়োজনে যশোর স্টেডিয়ামে দলীয় সমাবেশে বক্তব্য রাখবেন দলটির সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাবেশ সফল করতে রোববার সন্ধ্যায় বর্ধিত সভার আয়োজন করে জেলা ছাত্রলীগ। যশোর জেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত ওই বর্ধিত সভায় বিকেল থেকেই ছাত্রলীগের বিভিন্ন ইউনিট মিছিল নিয়ে উপস্থিত হন। একপর্যায়ে মিলনায়তনে প্রবেশ নিয়ে
জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লবের সমর্থকদের মধ্যে হট্ট গোল শুরু হয়।

যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়।  

এ সময় অডিটোরিয়ামে উপস্থিত ছাত্রলীগ নেতাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে অডিটোরিয়ামের ভেতর থেকে বের হতে গিয়ে বেশ কয়েকজন আহত হন। পরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যে ও জেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদক এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

নিরাপত্তার দায়িত্বে থাকা যশোর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, ‘একটু ঠেলাঠেলি হয়েছে, তাৎক্ষণিক নিয়ন্ত্রণে আনা হয়েছিল। ’

news24bd.tv/ইস্রাফিল