গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিয়ের গান প্রতিযোগিতা হলো গাজীপুরে

সংগৃহীত ছবি

গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিয়ের গান প্রতিযোগিতা হলো গাজীপুরে

অনলাইন ডেস্ক

আবহমান গ্রাম বাংলায় জারি-সারি ও বিয়ের গানের আসর ছিল এক সময় বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম। তবে আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে গ্রামের মানুষের আনন্দের অন্যতম জারি-সারি এবং বিয়ের গান। গ্রাম বাংলার সেই ঐতিহ্য ধরে রাখতে শনিবার রাতে গাজীপুরের কাপাসিয়ার ঘাগটিয়া ইউনিয়নের কামারগাঁও গ্রামের মাল্লা মার্কেট সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে বিয়ের গানের ফাইনাল প্রতিযোগিতা-২০২২ এর আসর।  

এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সিংগুয়া পশ্চিমপাড়া একাদশ এবং রানার্সআপ হয়েছে চেংনা একাদশ।

শীত উপেক্ষা করে কয়েক হাজার শ্রোতাদের মিলনমেলায় মুখরিত হয়ে উঠে এ আসর। গত ১২ নভেম্বরে ৫টি দল নিয়ে আয়োজন করা হয় জনপ্রিয় বিয়ের গানের এ অনুষ্ঠান।  

এতে দুই রাউন্ড প্রতিযোগিতার শেষে ফাইনালে মুখোমুখি হয় চেংনা একাদশ ও সিংগুয়া একাদশ। মোল্লা মার্কেট ব্যবসায়ীদের আয়োজনে এ প্রতিযোগিতায় বিজয়ী ও রানার্সআপ দলের জন্য পুরস্কার হিসেবে খাসি দেওয়া হয়।

মোজাম্মল হক প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক ও চেয়ারম্যান হারুণ অর রশিদ হিরণ মোল্লা। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

news24bd.tv/আজিজ

এই রকম আরও টপিক