৬ মাস পর চীনে করোনায় মৃত্যু, বাড়ছে সংক্রমণ

সংগৃহীত ছবি

৬ মাস পর চীনে করোনায় মৃত্যু, বাড়ছে সংক্রমণ

অনলাইন ডেস্ক

চীনে গত ৬ মাসের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার করোনায় আক্রান্ত হয়ে ৮৭ বছরের এক বৃদ্ধের নিহতের খবর জানিয়েছে সংবাদমাধ্যম গার্ডিয়ান।  

রাজধানী বেইজিংয়ে ৬২১ জনের আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। চীনের ‌‘জিরো কোভিড নীতি’ বাস্তবায়নে কড়াকড়ি আরোপ করেছে চীন সরকার।

কঠোর লকডাউন, কোয়ারেন্টিন থাকা সত্বেও সংক্রমণ বাড়ছে।  

এর আগে সংক্রমণ ও মৃত্যু শূণ্যের কোঠায় নেমে আসায় ১১ নভেম্বর স্বাস্থবিধি শিথিলের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। ফলে খুলতে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান। এরইমধ্যে আবার বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ।

রবিবার গুয়াংজুর দক্ষিণাঞ্চল থেকে ৮ হাজার শনাক্তের খবর পাওয়া গেছে। সেখানে স্বাস্থ্যবিধি কঠোর হওয়া সত্ত্বেও সংক্রমণ বাড়ায় উদ্বিগ সাধারণ মানুষ। যেসব প্রদেশ এবং এলাকায় সংক্রমণ বাড়ছে সেখানে স্বাস্থ্যবিধি মানাতে আরও কঠোর হতে যাচ্ছে প্রশাসন।

news24bd.tv/আজিজ

এই রকম আরও টপিক