আদালত থেকে দুই জঙ্গি ছিনতাই: ৫ পুলিশ বরখাস্ত

সংগৃহীত ছবি

আদালত থেকে দুই জঙ্গি ছিনতাই: ৫ পুলিশ বরখাস্ত

অনলাইন ডেস্ক

পুলিশের চোখে পেপার স্প্রে করে ও হামলা করে প্রকাশক ফয়সল আরেফিন দীপন এবং লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি দুই জঙ্গি আবু সিদ্দিক সোহেল ও মঈনুল হাসান শামীমকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলায় পাঁচ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। সোমবার (২১ জানুয়ারি) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এ কথা জানান মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান (ডিবিপ্রধান) হারুন অর রশীদ।

ডিবিপ্রধান জানান, জঙ্গি ছিনিয়ে নেওয়ায় আসামিরা নজরদারিতে আছে। তাদের যেকোনো সময় গ্রেফতার করা হবে।

আরও পড়ুন...‘মেজর জিয়া’র পরিকল্পনায় আদালত থেকে দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়া হয়

হারুন অর রশীদ বলেন, ‘এই জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনার মাস্টার মাইন্ড আনসার আল ইসলামের সামরিক শাখার প্রধান বহিস্কৃত মেজর জিয়া। ’

এদিকে জঙ্গি ছিনিয়ে নেওয়া সহযোগীদের শনাক্ত করা হয়েছে জানিয়ে তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান র‌্যাবের মিডিয়া শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

আদালত প্রাঙ্গণ থেকে জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় সকাল থেকে নিরাপত্তা জোরদার ছিল সিএমএম কোর্ট।

আরও পড়ুন...পুলিশের মুখে পিপার স্প্রে করে ছিনিয়ে নেওয়া হয় জঙ্গিদের, তদন্তে সিটিটিসি

news24bd.tv/ইস্রাফিল