মৃৃত্যুদণ্ড প্রাপ্ত দুই জঙ্গিকে ধরতে সাতক্ষীরা সীমান্তে রেড এলার্ট

মৃৃত্যুদণ্ড প্রাপ্ত দুই জঙ্গিকে ধরতে সাতক্ষীরা সীমান্তে রেড এলার্ট

সাতক্ষীরা প্রতিনিধি:

প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ঢাকা থেকে পলাতক দুই জঙ্গি মইনুল হাসান শামীম ও আবু সিদ্দিক সোহেলকে আদালত প্রাঙ্গন থেকে পুলিশের চোখে স্প্রে দিয়ে ছিনিয়ে নেওয়ারর ঘটনায় দেশের অন্যান্য বন্দরের ন্যায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরেও রেডএলার্ট জারি করা হয়েছে।  

সোমবার সকাল থেকে ভারতগামী পাসপোর্টধারী যাত্রীদের অধিকতর সতর্কতার সঙ্গে পারাপার করতে দেওয়া হচ্ছে। একই সঙ্গে সাতক্ষীরার ২৩৮ কিলোমিটার জল ও স্থল সীমান্তে বিজিবির নজরদারি বাড়ানো হয়েছে।  

বিষয়যটি নিশ্চিত করে ভোমরা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজরিহা হোসাইন জানান, কোনো পাসপোর্টধারীর ছদ্দবেশে কোনো জঙ্গি যাতে সীমান্ত অতিক্রম করতে না পারে সে জন্য সবোর্চ্চ সতর্কতার সঙ্গে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।

এছাড়া সাতক্ষীরার ২৩৮ কিলোমিটার সীমান্ত জুড়ে বিজিবি’র টহল জোরদার করা হয়েছে। জেলার ৮টি থানায় পালাতক ওই দুই জঙ্গির ছবি টানিয়ে রেড এলাট জারি করা হয়েছে।

সাতক্ষীরা-৩৩ বিজিবির অধিনায়য়ক লে.কর্নেল আল মাহমুদ জানান, জঙ্গিদের ছবি সব বিওপিতে পাঠিয়ে সীমান্ত অঞ্চলে গোয়েয়ন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।