ঈদ আনন্দ মাটি করতে পারে বৃষ্টি

বৃষ্টি। ফাইল ছবি

ঈদ আনন্দ মাটি করতে পারে বৃষ্টি

নিউজ টোয়েন্টিফোর অনলাইন

ঈদ আনন্দে ব্যাঘাত ঘটাতে পারে বৃষ্টি। শ্রাবনের ধারা শেষ হলেও সাগরে লঘুচাপ সৃষ্টির কারণে দেশের আকাশ এখন মেঘাচ্ছন্ন। থেমে থেমে ঝরছে বৃষ্টি। ঈদের দিন বুধবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের পূর্বাভাস জানিয়েছে আবহওয়া অফিস।

পূর্বাভাসে বলা হয়েছে- সাগরের লঘুচাপটি ইতোমধ্যে স্থলভাগে উঠে এসেছে। ঈদের দিন সারাদেশেই থাকবে বৃষ্টিপাত। কোথায় হালকা, কোথাও ভারী। দেশের দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

এক্ষেত্রে খুলনা, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল অঞ্চলে বৃষ্টিপাত বেশি হবে। অন্যান্য স্থানে হালকা বৃষ্টিপাত হবে।

সাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সোমবার তিন নম্বর সতর্কতা সংকেত দেওয়া হয়েছে। এটা সাগরে বাতাসের কারণে দেওয়া হয়েছে। লঘুচাপ মঙ্গলবার পুরোপুরি স্থলভাগে এসে বাতাস কমে যাবে। তখন সংকেত রাখার প্রয়োজন হবে না। তাই বলে বৃষ্টিপাতের প্রবণতা কমবে না। ঈদের দিন সারাদেশেই কম বেশি বৃষ্টিপাত হবে।

আবহাওয়ার খবরে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বুধবার অর্থাৎ ঈদের দিন সন্ধ্যা পর্যন্ত বৃষ্টিপাতের এই প্রবণতা বৃদ্ধির লক্ষণ দেখা গেছে।

সম্পর্কিত খবর