বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী নিয়ে হাজির ‘মিস্টিক মিলি’

সংগৃহীত ছবি

বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী নিয়ে হাজির ‘মিস্টিক মিলি’

অনলাইন ডেস্ক

সকল সমালোচনাকে পেছনে ফেলে গতকাল ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের পর্দা উঠে কাতারে। এদিকে আজ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে ইংল্যান্ড।  আজকের ম্যাচ নিয়ে  ভবিষ্যদ্বাণী করেছে উট। আধ্যত্মিক ক্ষমতাসম্পন্ন সেই উটের নাম ‘মিস্টিক মিলি’।

‘মিস্টিক মিলি’র  ভবিষ্যদ্বাণী  আজকের ম্যাচে ইরানকে পরাস্থ করবে ইংল্যান্ড। সোমবার (২১ নভেম্বর) খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

মিস্টিক মিলির ভবিষ্যদ্বাণীর এ খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান। উট কর্তৃপক্ষ জানায়, মিস্টিক মিলির ভবিষ্যদ্বাণী কখনও মিথ্যা হয়নি।

যে কারণে ইংল্যান্ড এশিয়ার দেশটিকে হারাবে বলেই বিশ্বাস সমর্থকদের। গ্যারেথ সাউথগেটের শিষ্যরাও জয় দিয়ে কাতার মিশন শুরু করতে চায়।

ইংল্যান্ড-ইরানের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। সমকামীদের সমর্থন জানাতে এ ম্যাচে ‘ওয়ান লাভ আর্মব্যান্ড’ পরে খেলার কথা জানিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন। ফিফার নিয়ম বলছে, এ ধরনের আর্মব্যান্ড পরে খেলতে নামলে হলুদ কার্ড দেয়া হবে। ফলে ‘ওয়ান লাভ আর্মব্যান্ড’ পরার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন কেন।

‘ওয়ান লাভ আর্মব্যান্ড’ ইস্যুতে ইউরোপের আরও কয়েকটি দেশের অধিনায়ক আইনটি অমান্য করার কথা বলেছিলেন। সেই তালিকায় ছিলেন নেদারল্যান্ডসের অধিনায়ক ভার্জিল ফন ডাইকও। কিন্তু ডাচ অধিনায়কও এ সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।

‘ওয়ান লাভ আর্মব্যান্ড’ না পরার কথা জানিয়েছে রয়্যাল ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন। কারণ তাদের লক্ষ্য কোনো ঝুঁকি ছাড়াই বিশ্বকাপের ম্যাচ জেতা। ‘ওয়ান লাভ আর্মব্যান্ড’ পরলে অধিনায়কের ব্যাপারে নিষেধাজ্ঞা আসতে পারে। ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন সেরকম কিছু আর চাচ্ছে না।

news24bd.tv/আলী